Showing posts with label MP Result. Show all posts
Showing posts with label MP Result. Show all posts

Tuesday, 14 July 2020

Madhyamik Result 2020(মাধ্যমিক ফলাফল ২০২০)



আগামীকাল অর্থাৎ বুধবার সকাল ১০টার সময় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

সকাল ১০টা ৩০মিনিট থেকে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক – অভিভাবিকাগণ সেই ফলাফল বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবেন। মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.org ছাড়াও আরও কিছু ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে বলে পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে। ওয়েবসাইট গুলি হলো –
পরীক্ষার্থীর রোল, নম্বর ও জন্মতারিখ উল্লেখ করে এই ওয়েবসাইট গুলি থেকে ফলাফল জানা যাবে। এছাড়াও Google Play Store থেকে “Madhyamik Results 2020” নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে খুব সহজেই ফলাফল জানা যাবে।

তবে ছাত্রছাত্রীরা এদিনই মার্কশিট হাতে পাবে না। চলতি মাসের আগামী ২২ বা ২৩ তারিখ পর্ষদ নির্ধারিত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিদ্যালয়ের প্রতিনিধিরা ছাত্র-ছাত্রীদের শংসাপত্রগুলি সংগ্রহ করতে পারবেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ওই শংসাপত্র ছাত্র-ছাত্রীদের অভিভাবক বা অভিভাবিকাদের হাতে তুলে দেওয়া হবে।
Continue reading...

Wednesday, 13 May 2020

Misleading News About Madhyamik Result 2020

"আগামী ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ"
              গত কয়েকদিন বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খবর খুবই জায়গা করে নিয়েছে। নামী সংবাদসংস্থার ইউটিউব চ্যানেলে এই খবর প্রকাশিত হওয়ার লিঙ্ক দেওয়া হয়েছে। তাই সবাই এটাকে একরকম সত্যই ভেবে নিয়েছে। করোনা মহামারীর আবহে এটা সামান্য হলেও মাধ্যমিক পরীক্ষার্থী বা তাদের অভিভাবকদের একটু উদ্বিগ্ন করে তুলেছে। এই কিছুদিন আগেও জানা গিয়েছিল লক ডাউন পর্ব না মিটলে ফলপ্রকাশের কোনো সম্ভাবনা নেই। তাহলে হঠাৎ এ খবর কেন? চলুন দেখে নেওয়া যাক এই খবরের সত্যতা।

                      ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে নিচের ছবির মতো একটি লিঙ্ক দেওয়া হচ্ছে।


          এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই সংবাদসংস্থার ইউটিউব চ্যানেলে। কখন থেকে এসএমএসে ও ওয়েবসাইটে ফলাফল জানা যাবে, কখন মার্কশিট বিতরণ করা হবে ইত্যাদি সব তথ্যই জানানো হচ্ছেদু মিনিট এক সেকেন্ডের এই ভিডিও তে আপনিও সেই ভিডিওটি দেখতে পারেন। এখনই দেখতে এখানে ক্লিক করুন 

ভিডিওটি শুরু হওয়ার পর আপনার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করবে। এখন কোন ভোট আর কোন ভোটের ফলপ্রকাশ? সত্যতা নিশ্চিত করতে আপনাকে ভিডিওটির বিবরণটি আপনাকে পড়ে দেখতে হবে।

 
          দেখা যাবে ভিডিওটি প্রকাশিত হয়েছে 08-05-2019 তারিখে। বিবরণীতে আরও পরিস্কার ভাবে লেখা আছে যে 2019 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 21শে মে। সুতরাং খবরটি সত্য কিন্তু এটা গত বছর অর্থাৎ 2019 সালের খবর। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।

Continue reading...