আগামীকাল অর্থাৎ বুধবার সকাল ১০টার সময় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
সকাল ১০টা ৩০মিনিট থেকে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক – অভিভাবিকাগণ সেই ফলাফল বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবেন। মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.org ছাড়াও আরও কিছু ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে বলে পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে। ওয়েবসাইট গুলি হলো –
পরীক্ষার্থীর রোল, নম্বর ও জন্মতারিখ উল্লেখ করে এই ওয়েবসাইট গুলি থেকে ফলাফল জানা যাবে। এছাড়াও Google Play Store থেকে “Madhyamik Results 2020” নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে খুব সহজেই ফলাফল জানা যাবে।
তবে ছাত্রছাত্রীরা এদিনই মার্কশিট হাতে পাবে না। চলতি মাসের আগামী ২২ বা ২৩ তারিখ পর্ষদ নির্ধারিত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিদ্যালয়ের প্রতিনিধিরা ছাত্র-ছাত্রীদের শংসাপত্রগুলি সংগ্রহ করতে পারবেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ওই শংসাপত্র ছাত্র-ছাত্রীদের অভিভাবক বা অভিভাবিকাদের হাতে তুলে দেওয়া হবে।