Wednesday 13 May 2020

Misleading News About Madhyamik Result 2020

"আগামী ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ"
              গত কয়েকদিন বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খবর খুবই জায়গা করে নিয়েছে। নামী সংবাদসংস্থার ইউটিউব চ্যানেলে এই খবর প্রকাশিত হওয়ার লিঙ্ক দেওয়া হয়েছে। তাই সবাই এটাকে একরকম সত্যই ভেবে নিয়েছে। করোনা মহামারীর আবহে এটা সামান্য হলেও মাধ্যমিক পরীক্ষার্থী বা তাদের অভিভাবকদের একটু উদ্বিগ্ন করে তুলেছে। এই কিছুদিন আগেও জানা গিয়েছিল লক ডাউন পর্ব না মিটলে ফলপ্রকাশের কোনো সম্ভাবনা নেই। তাহলে হঠাৎ এ খবর কেন? চলুন দেখে নেওয়া যাক এই খবরের সত্যতা।

                      ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে নিচের ছবির মতো একটি লিঙ্ক দেওয়া হচ্ছে।


          এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই সংবাদসংস্থার ইউটিউব চ্যানেলে। কখন থেকে এসএমএসে ও ওয়েবসাইটে ফলাফল জানা যাবে, কখন মার্কশিট বিতরণ করা হবে ইত্যাদি সব তথ্যই জানানো হচ্ছেদু মিনিট এক সেকেন্ডের এই ভিডিও তে আপনিও সেই ভিডিওটি দেখতে পারেন। এখনই দেখতে এখানে ক্লিক করুন 

ভিডিওটি শুরু হওয়ার পর আপনার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করবে। এখন কোন ভোট আর কোন ভোটের ফলপ্রকাশ? সত্যতা নিশ্চিত করতে আপনাকে ভিডিওটির বিবরণটি আপনাকে পড়ে দেখতে হবে।

 
          দেখা যাবে ভিডিওটি প্রকাশিত হয়েছে 08-05-2019 তারিখে। বিবরণীতে আরও পরিস্কার ভাবে লেখা আছে যে 2019 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 21শে মে। সুতরাং খবরটি সত্য কিন্তু এটা গত বছর অর্থাৎ 2019 সালের খবর। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।

Load disqus comments

0 comments