West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত । এই সংসদ রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের পঠনপাঠন নিয়ন্ত্রণ করে থাকে।
আজ আমাদের আলোচ্য সূচি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর অন্তর্গত একাদশ শ্রেণীর দ্বিতীয় ভাষা ইংরেজি বা English(B) বিষয়ের পাঠ্যসূচি। উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যসূচির ধরণ এবং প্রশ্নপত্রের ধরণ মাধ্যমিক স্তরের থেকে অনেকটাই আলাদা। সুতরাং পাঠ্যসূচি ও প্রশ্নের ধরণ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরী করতে হবে।
একাদশ শ্রেণীতে লিখিত পরীক্ষায় পূর্ণমান থাকে 80(৮০) নম্বর। বাকি 20(২০) নম্বর বিদ্যালয়ের নির্ধারিত প্রকল্প কাজ(Project Work) এর গুণগত মান অনুযায়ী দেওয়া হয়।
প্রথমেই ছোট্ট করে বলি পাঠ্যসূচিতে কি কি আছে।
Prose
একাদশ শ্রেণীতে আমাদের পাঁচটি ছোটোগল্প বা প্রবন্ধ আছে।
1. Leela's Friend
- R K Narayan
2. Karma
- Khushwant Singh
3. Jimmy Valentine
- O. Henry
4. Nobel Lecture
- Mother Teresa
5. The Place of Art in Education
- Nandalal Bose
এবার দেখে নেওয়া যাক Prose অংশের Marks Division কেমন হয় -
Poem
Prose অংশের মতো Poem অংশেও একাদশ শ্রেণীতে আমাদের পাঠ্যসূচিতে পাঁচটি কবিতা আছে।
1. Composed Upon Westminster Bridge
- William Wordsworth
2. Meeting at Night
- Robert Browning
3. The Sick Rose
- William Blake
4. Brotherhood
- Octavio Paz
5. Daybreak
- Henry Wadsworth Longfellow
এবার দেখে নেওয়া যাক
Poem অংশের
Marks Division কেমন হয় -
Rapid Reader
Prose ও Poem ছাড়াও একাদশ শ্রেনীতে Rapid Reader অংশে Charles Lamb ও Mary Lamb এর "Tales from Shakespeare" রাখা হয়েছে। এখানে William Shakespeare এর পাঁচটি বিখ্যাত নাটকের গল্পরূপ দেওয়া হয়েছে। এগুলি হল -
1. As You Like It
2. Othello
3. Macbeth
4. The Comedy of Errors
5. Twelfth Night
দেখে নেওয়া যাক Rapid Reader অংশের Marks Division কেমন হয় -
Grammar
Grammar অংশের জন্য 10(১০) নম্বর নির্ধারিত থাকে। এই অংশের মধ্যে Do as directed থাকে সাতটি যার প্রত্যেকটির জন্য 1 নম্বর থাকে অর্থাৎ মোট 7 নম্বর থেকে। এরপর Fill in the blanks with appropriate articles and prepositions থাকে। ছয়টি শূন্যস্থানের প্রত্যেকটির জন্য 0.5 নম্বর হিসেবে মোট 3 নম্বর থাকে।
Writing Skills
Writing Skills অংশের জন্য সর্বমোট 20(২০) নম্বর নির্দিষ্ট থাকে। প্রথমে থাকে একটি Paragraph ও একটি Story। এদের মধ্যে যেকোনো একটির উত্তর করতে হয়।পূর্ণমান থাকে 10।
এরপর থাকে দুটি Newspaper Advertisement। দুটির মধ্যে যেকোনো একটির উত্তর করতে হয়। পূর্ণমান থাকে 5।
সবশেষে থাকে দুটি Commercial Leaflet। দুটির মধ্যে যেকোনো একটির উত্তর করতে হয়। পূর্ণমান থাকে 5।