◆◆◆◆আসুন ,আমরা জেনে নিই একজন সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা প্রাইভেট টিউশন করলে একসঙ্গে কতগুলি আইন ভঙ্গ করছেন◆◆◆◆
(১)RIGHT TO EDUCATION ACT.এই আইনে কোনো সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকার প্রাইভেট টিউশন কঠরভাবে নিষিদ্ধ ।
(২)PREVENTION OF CORRUPTION ACT.1988. Lieu money taken in disguise of Private tuition
(৩) INCOME TAX ACT যেহেতু প্রাইভেট টিউশনটাই এদের অবৈধ। অবৈধ টাকার উপর কোন INCOME TAX দেওয়া যায়না তাই এটি INCOME TAX ACT ফাঁকি দেওয়ার আওতায় পড়বে।
(৪)GST যেহেতু বছরে ২০লক্ষ টাকার বেশী উপার্জন হলে তিনি GST এর আওতায় পড়েন কিন্তু স্কুলটিচাররা প্রাইভেট টিউশনের Income লুকিয়ে GST ফাঁকি দেন।
(৫)PROFESSIONAL TAX কারণ এরা private tuition -এর মাধ্যমে প্রচুর উপার্জন করলেও পেশা হিসাবে প্রাইভেট টিউশনকে সরকারের কাছে স্বিকার করতে পারেন না।
(৬) MUNICIPAL TAX স্কুলটিচারদের প্রাইভেট টিউশন আইনের চোখে অবৈধ তাই প্রাইভেট টিউশনের জন্য এদের কোনো Trade license দেওয়া হয়না।
(৭)PREVENTION OF MONEY LAUNDERING ACT
(৮)OFFICE OF PROFIT এই আইন অনুযায়ী একজন কোন অফিস অধীনে লাভজনক কাছে যুক্ত থেকে অপর কোন লাভজনক সুবিধা গ্রহন করতে পারেন না।
(৯) এঁদের চাকুরীর সর্তানুযায়ী Service Rule এ লিখতে হয় অন্যকোনো লাভজনক পেশার সঙ্গে কোনরকম যুক্ত নেই তাই private tuition-এর মাধ্যমে অর্থ উপার্জন চাকুরীর সর্তকে ভঙ্গ করে(service rule break) ।
(১০) শিক্ষা দফতরের অধীনে কাজ করে, অর্থ নিয়ে,তারই নির্দেশিকা( KOLKATA GAZETTE) অমান্য করা বিভাগীয় অপরাধ।
0 comments