Monday, 12 July 2021

উচ্চ মাধ্যমিক ২০২১ ফলাফল




আগামী ২২শে জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত উচ্চ-মাধ্যমিক পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশিত হতে চলেছে। উক্ত দিন বিকেল ৩টেয় রবীন্দ্র মিলন মঞ্চে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি মাননীয়া ডঃ মহুয়া দাস আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করবেন। তবে এদিন কোনো মেধাতালিকা প্রকাশিত হবে না।

বিকেল ৪টা থেকে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক – অভিভাবিকাগণ সেই ফলাফল বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবেন। সংসদ উল্লিখিত ওয়েবসাইটগুলি হলো - 

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে এই ওয়েবসাইট গুলি থেকে ফলাফল জানা যাবে। এছাড়াও www.results.shiksha থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে খুব সহজেই ফলাফল জানা যাবে।

আগামী ২৩শে জুলাই দুপুর ২টো থেকে সংসদ নির্ধারিত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিদ্যালয়ের প্রতিনিধিরা ছাত্র-ছাত্রীদের শংসাপত্রগুলি সংগ্রহ করতে পারবেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ওই শংসাপত্র ছাত্র-ছাত্রীরা নিজেরা বা তাদের অভিভাবক বা অভিভাবিকাদের হাতে তুলে দেওয়া হবে। শংসাপত্র সংগ্রহ করার সময় অবশ্যই সামাজিক দূরত্ববিধি ও অন্যান্য প্রোটোকল মানতে হবে।
যদিও ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন এখনও জানা যায় নি।
Continue reading...

Tuesday, 6 July 2021

WB Primary Recruitment News

প্রাইমারি_সম্পর্কে_বিশদ তথ্য::

1.প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন তারপর ফর্ম ফিল up করতে হবে।
2.অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে 12/07/2021
3.অনলাইনে ফর্ম ফিল up শুরু ও শেষ : 12 to 19 জুলাই।
4.আপনি 7 টা ডিস্ট্রিক্ট প্রেফারেন্স দিতে পারবেন।
5.ক্যাটাগরি/নাম/রোল নম্বর/জন্ম তারিখ/rank এই গুলো edit করতে পারবেন না।
6.প্রত্যেকে চাকরি পাবেন।অযথা চিন্তা করবেন না।
7.00 মানে নিজের জেলায় seat থাকতে পারে আবার নাও থাকতে পারে।
8.এই কাউন্সিলিং হয়ে যাওয়ার পর not included আবার কাউন্সিলিং হবে।আর কোর্ট case দের ও।
9.পর্ষদ আপনার rank অনুযায়ী জেলা নির্বাচন করতে দেবে।
10. State কাউন্সিলিং হয়ে যাওয়ার পর DPSC কাউন্সিলিং হবে।
Continue reading...